লালমাইয়ে ডাকাতিয়া সুরক্ষার দাবিতে মানববন্ধন
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার:
ডাকাতিয়া সুরক্ষার দাবিতে গতকাল শুক্রবার সকালে কুমিল্লার লালমাই উপজেলার শিকারীপাড়া ব্রীজের উপর মানববন্ধন করেছে স্থানীয় লোকজনসহ চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটি সংস্থা। ডাকাতিয়া’ নামটি শুনলে চিনবে না এমন লোক বাংলাদেশে খুব কমই পাওয়া যাবে। রূপ, যৌবন, গুণ সবই ছিল তার। এক সময়ের প্রবল স্রোত আর জোয়ার-ভাটার নদীটি এখন ধ্বংসের মুখে।
কুমিল্লা সিটি করপোরেশন ও ইপিজেডের রাসায়নিক বর্জ্য সহ কলকারখানার বিভিন্ন বর্জ্য-আবর্জনা ফেলে নদীটিকে যেন ময়লার ভাগাড় হিসেবে গড়ে তুলেছে। নদী দখল, আবর্জনা ফেলা, সহ বেশকিছু কারণেই নদীটি তার সৌন্দর্য হারাতে বসেছে। মানুষের উদাসীনতার কারণে নদীটি এখন মরা নদী হিসেবেই সবার কাছে পরিচিত। ডাকাতিয়ার বর্তমান অবস্থা এমন যেন এটি কোন নদী নয়, মনে হবে ডাস্টবিন। আর ডাস্টবিনে পড়ে আছে ময়লা। ময়লার স্তুপ থেকে বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে। নদী পাড়ের মানুষের জীবনও দুর্বিসহ হয়ে উঠেছে। বাতাসে ছড়াচ্ছে রোগ-জীবাণু। এতে পরিবেশের সাথে সাথে মানুষের শরীরেও নানা রোগ-ব্যধি জন্ম নিতে শুরু করেছে। আবর্জনা পঁচে পানির সাথে মিশে মৎস্য সম্পদের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। নদীতে মাছ নেই বললেই চলে। দূষিত ডাকাতিয়ার এমন দূরাবস্থা দেখে বিস্মিত হয়েছেন নদী গবেষকরাও।
চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক এম এইচ তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ এম এস আলম, বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, সমাজসেবক মহিবুর রব ভূঁইয়া মামুন, বাকই উত্তর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, স্থানীয় ইউপি সদস্য মোঃ বাহাউদ্দীন ভূঁইয়া, সামাজিক সংগঠন কাকসার নবজাগরণ সংস্থার সভাপতি মোঃ রনি, জাফর আহাম্মদ ভূইয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ডাকাতিয়া নদীর পানি দূষণের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এর থেকে মুক্তির জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।