ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ অসহায় জয়নাল আবেদীনের স্বপ্ন স্টোরের উদ্বোধন
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
‘মানবতার কল্যাণে স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় জয়নাল আবেদীনকে স্বাভলম্বী করে তুলতে ‘স্বপ্ন স্টোর’ নামের দোকান হস্তান্তর করা হয়েছে। শুক্রবার উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের উত্তর পাড়ায় দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের প্রধান অর্থ সমন্বয়ক মোঃ মনির হোসেন খোকন, পরিচালক মোশাররফ হোসেন মুন্সী, কাজী মোঃ মানিক, জসিম উদ্দিন হাসান, আবুল কালাম আজাদ রাসেল, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ্, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, সদস্য কাউছার হামিদ মুন্না, মকবুল আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কাদির। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের স্বাভলম্বী প্রজেক্টের উদ্যোগে ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল ও প্রবাসীবৃন্দ।
এদিকে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন বলেন, ‘দান নয়, মানুষকে আত্মনির্ভরশীল করাই আমাদরে একমাত্র লক্ষ্য। এক্ষেত্রে প্রবাসীসহ সমাজের বিত্তবানদের উচিত মানুষের কল্যাণে এগিয়ে আসা’।