চৌদ্দগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংক রাজার বাজার আউটলেটের উদ্বোধন
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
গ্রাহকদের চাহিদা পূরণে এবং ব্যাংকিং সেবা গ্রামের সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মিয়াবাজার-কাশিনগর সড়কের রাজার বাজারে বৃহস্পতিবার আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও কাজী ওসমান আলী। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের লাকসাম রোড শাখার ব্যবস্থাপক ইসমাইল মাহামুদের সভাপতিত্বে ও রাজার বাজার আউটলেটের ম্যানেজার শংকর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বাবু নন্দন চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এসএম মাসুদ রানা রবি, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ শামস্, রাজার বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য শরাফত আলী, শ্রীপুর প্রসন্ন একাডেমীর সাবেক শিক্ষক রঞ্জিত কুমার পাল, মাস্টার শফিকুর রহমান, কালিকাপুর ইউপি সদস্য আবুল হাসেমসহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান শেষে কেক ও ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করা হয়।