ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোয় নেদারল্যান্ডস
Published : Saturday, 19 June, 2021 at 12:00 AM
শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণে আধিপত্য দেখাল নেদারল্যান্ডস। দুই অর্ধের দুই গোলে অস্ট্রিয়াকে সহজেই হারিয়ে তৃতীয় দল হিসেবে পৌঁছে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয়।
আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বৃহস্পতিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ডাচরা। মেমফিস ডিপাই দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ডেনজেল ডামফ্রিস।
পুরো ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রিয়া। তবে গোলের উদ্দেশে তাদের ৯ শটের একটি ছিল শুধু ল্েয। বিপরীতে নেদারল্যান্ডসের ১৪ শটের ৪টি ল্েয ছিল।
সবশেষ দুই মেজর টুর্নামেন্টে (২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপ) খেলতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস ২০০৮ সালের পর এই প্রথম ইউরোর নকআউট পর্বে উঠল।
শুরুতে পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল নেদারল্যান্ডস। এর মাঝেই একাদশ মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ডিপাই। ডি-বক্সে ডামফ্রিসকে অস্ট্রিয়ার ডাভিড আলাবা ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
২৪তম মিনিটে ভালো একটি সুযোগ পান বার্সেলোনায় যোগ দেওয়ার ‘খুব কাছাকাছি’ থাকা ডিপাই। ডি-বক্সে ঢুকে লিঁওর এই ফরোয়ার্ডের নেওয়া শট পাশের জাল কাঁপায়।
৪০তম মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন ডিপাই। সতীর্থের পাস ভালো পজিশনে পেয়ে মাত্র কয়েক গজ দূর থেকে ভলিতে বল উড়িয়ে মারেন অরতি এই খেলোয়াড়। দুই মিনিট পর জর্জিনিয়ো ভিনালডামের শট ঠেকান এক ডিফেন্ডার।
৬৭তম মিনিটে ব্যবধান বাড়ান ডামফ্রিস। মাঝমাঠে ডিপাই বল বাড়ান ডোনিয়েল মালেনকে। এগিয়ে গিয়ে ডি-বক্সে ঢুকে তিনি ডান দিকে পাস দেন ডামফ্রিসকে। কাছ থেকে তার নেওয়া শট গোলরকের হাত ছুঁয়ে জালে জড়ায়। আগের ম্যাচে ইউক্রেনের বিপে ৩-২ ব্যবধানের জয়ে তৃতীয় গোলটি করেছিলেন তিনি।
বাকি সময়ে আর সেভাবে প্রতিপ গোলরকের পরীা নিতে পারেনি ডাচরা। শেষ দিকে অস্ট্রিয়ার কারিম অনিসিওর হেড ফিরিয়ে জাল অত রাখেন স্বাগতিক গোলরক।
দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস। ইউক্রেন ও অস্ট্রিয়ার পয়েন্ট সমান ৩ করে, দুইয়ে আছে ইউক্রেন। নর্থ মেসিডোনিয়ার অর্জন এখনও ০।
আগামী সোমবার শেষ ম্যাচে নর্থ মেসিডোনিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। একই সময়ে ইউক্রেনের বিপে খেলবে অস্ট্রিয়া।