সংবাদ সম্মেলনে আসছেন সাকিব
Published : Monday, 14 June, 2021 at 12:00 AM
নিজের
অবস্থান জানাতে সংবাদ সম্মেলনে আসছেন সাকিব আল হাসান। সোমবার (১৪ জুন)
বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন করবেন তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা
জরিমানা গুনতে যাওয়া সাকিব।
মোহামেডান জানিয়েছে, আবাহনী লিমিটেডের বিপে
খেলায় ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে আনা অভিযোগ ও শাস্তিসহ
অন্য বিষয়ে সাকিব ব্যক্তিগত ও কাবের মতামত প্রদান করবেন।
তবে বায়ো-বাবল
ভেঙে সাকিব কীভাবে সংবাদ সম্মেলন করবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে
বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় মোহামেডান কাবের ক্রিকেট কমিটির প্রধান
মাসুদউদ জামান সঙ্গে।
তিনি বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি কাবের
প্যাভিলিয়নে। বায়ো-বাবলে থাকায় সাকিব উপস্থিত থাকতে পারবেন না। তবে তার
লিখিত বক্তব্য পড়ে শোনানো হবে। এরপর ভার্চুয়ালি তাকে যুক্ত করা হবে।’
যে
সংবাদ সম্মেলনে সাকিব উপস্থিত থাকতে পারবেন না, শুধুমাত্র লিখিত বক্তব্য
পড়ে শোনানো হবে তা গণমাধ্যমে পাঠিয়ে দেওয়া একই কথা। তাহলে সংবাদ সম্মেলন
কেন? উত্তর জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড় শাস্তি পেয়েছে। সেটা
জানাতে সংবাদ সম্মেলন করা। এর বেশি কিছু না।’