ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আড়াই দিনেই টেস্ট হারল ওয়েস্ট ইন্ডিজ
Published : Monday, 14 June, 2021 at 12:00 AM
দণি আফ্রিকার বিপে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। মাত্র আড়াই দিনেই ইনিংস ও ৬৩ রানে হেরেছে তারা। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো প্রোটিয়ারা।
সেন্ট লুসিয়ায় দণি আফ্রিকা তাদের একমাত্র ইনিংসে ৩২২ রানে অলআউট হয়েছিল। দলের পে সর্বোচ্চ ১৪১ রান করেন কুইন্টন ডি কক। ১৭০ বলে ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬০ রান করেন অ্যাইডেন মার্করাম।
প্রথম ইনিংসে ৯৭ রান করা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬২ রানে। রোস্ট চেজ সর্বোচ্চ ৬২ রান করেন। দণি আফ্রিকার পে কাগিসো রাবাদা পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া অ্যানরিখ নরকিয়া নেন তিনটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন ডি কক।