মিরাজের ব্যাটে খেলাঘরের জয়
Published : Friday, 11 June, 2021 at 12:00 AM
প্রিমিয়ার
টি-টোয়েন্টি লিগে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে লিগের তৃতীয় জয় তুলে নিয়েছে
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলাঘর জয় পেয়েছে ৫
রানে। আগে ব্যাটিং করা ব্রাদার্স ইউনিয়ন জয়ের জন্য খেলাঘরকে ২৩৫ রানের
লক্ষ্য দেয়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মিরাজের দারুণ ব্যাটিংয়ে জয়ের
দ্বারপ্রান্তেই ছিল তারা। হঠাৎ বৃষ্টিতে খেলা বন্ধ হলে শেষ পর্যন্ত বৃষ্টি
আইনে নিষ্পত্তি হয় ম্যাচ। এই জয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে উঠে গেছে খেলাঘর।
বৃহস্পতিবার
বিকেএসপির তিন নম্বর মাঠে মিজানুর রহমানের ৬৬ রানের সুবাদে নির্ধারিত ২০
ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ব্রাদার্স ইউনিয়ন। ৬১ বলে ৪ চার ও
২ ছক্কায় মিজানুর নিজের ইনিংসটি সাজান। মিজান ছাড়াও রাহাতুল ফেরদৌসের
ব্যাট থেকে আসে ২৫ বলে ২৪ রান ও জুনায়েদ সিদ্দিকের ব্যাট থেকে আসে ১৯ বলে
১৯ রানের ইনিংস।
খেলাঘরের বোলারদের মধ্যে খালেদ আহমেদ ও রিশাদ হোসেন
দুটি করে উইকেট নিয়েছেন।১৩৫ রানের জবাবে খেলতে নেমে ৫ রানে খেলাঘর দুই
উইকেট হারালেও মিরাজ-জহুরুলের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠে। শেষ
পর্যন্ত ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করার পর বৃষ্টি নামে। পরবর্তীতে
ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলাটির নিষ্পত্তি হয়। দলের হয়ে সর্বোচ্চ ইনিংস
খেলেছেন মিরাজ। ৪০ বলে ২ চার ও ২ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন তিনি।
অন্যদিকে ফরহাদ হোসেন ২৯ বলে ৩৬ রান অপরাজিত ছিলেন।
ব্রাদার্সের বোলারদের মধ্যে সাকলাইন সজিব ও রাহাতুল ফেরদৌস একটি করে উইকেট নিয়েছেন।