ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মস্তিষ্কে রক্তক্ষরণে জাবি শিক্ষার্থীর মৃত্যু
Published : Wednesday, 26 May, 2021 at 7:25 PM
মস্তিষ্কে রক্তক্ষরণে জাবি শিক্ষার্থীর মৃত্যুমস্তিষ্কে রক্তক্ষরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২য় বর্ষের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী মারুফ হাসান জুবায়ের মারা গেছেন।

মঙ্গলবার (২৫ মে) রাত ৮আটটার দিকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানান তার সহপাঠী মাসুম হাসান।

তিনি বলেন, মস্তিষ্কজনিত সমস্যার কারণে ঈদের পর মারুফকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গতকাল রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রাতেই মৃতের লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ সকাল দশটায় নিজ গ্রাম ইসলাম গাথিতে তার দাফন সম্পন্ন হয়।

মারুফ হাসান জুবায়েরের বাবা ইউসুফ বলেন, গত ৩০ এপ্রিল মারুফ স্ট্রোক করে, পরবর্তীতে পাবনা সদর হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। অবস্থা খারাপের দিকে গেলে গত ১৫ মে নিউরোসাইন্স হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারুফ।

এদিকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা বেগম বলেন, আমরা মারুফের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

মারুফের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামও শোক জানিয়েছেন। তিনি মারুফ’র শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করেন।