
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় আবদুল আজিজ খান ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ঈদ উপহার হিসেবে রিকশা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) কুমিল্লা টাউনহল মাঠে চার হতদরিদ্রদের মাঝে এই উপহার প্রদান করা হয়। রিকশা উপহার বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
বেগম আবদুল আজিজ খানের সভাপতিত্বে এসব আরও বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, আবদুল আজিজ খানের ছেলে কবির ইকবাল খান ছোটন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনসহ আবদুল আজিজ খান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।