ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল ১ হাজার২৬ জন
Published : Thursday, 6 May, 2021 at 9:07 PM
বুড়িচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল ১ হাজার২৬ জন সৌরভ মাহমুদ হারুন,
বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ এর বাস্তবায়নে কোভিড-১৯ বিস্তার রোধকল্পে বিধি -নিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া ব্যক্তিদের কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ২৬ জন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরন করা হয়েছে। ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদ এর সচিব হামিদা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে  ইউনিয়নের ৫ শত জন ব্যক্তিকে ৫ শত টাকা এবং ৫২৬ জন ব্যক্তিকে ৪৫০ টাকা করে বিতরণ করা  হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষক অফিসার মোঃ কামাল উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা। আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ মোর্শেদ আলম, ইউপি সদস্য যথাক্রমে মোঃ মোস্তফা কামাল, মোঃ আলমগীর হোসেন, সেলিম হোসেন মেল্লা, মজিবুর রহমান, নজরুল ইসলাম মিন্টু, দুলাল হোসেন, ইকবাল হোসেন,  সাহিদা আক্তার, মনোয়ারা বেগম, নিলুফা আক্তার প্রমুখ।