ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বৃষ্টির পানি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯
Published : Thursday, 6 May, 2021 at 8:42 PM
রাজশাহীর বাঘায় বাড়ির ভেতর থেকে বৃষ্টির পানি বের করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মনিকগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা যায়, বুধবার রাতে প্রচুর পরিমাণে এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির পানি উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়া এলাকার জনি ইসলামের বাড়ির উঠানে জমা হয়। সকাল ৭টার দিকে তিনি এই পানি বাড়ি থেকে বের করতে থাকেন। এ নিয়ে জনি ইসলামের সঙ্গে দবির উদ্দিন ও খবির উদ্দিনের তর্কবিতর্ক শুরু হয়।

একপর্যায়ে তারা জনি ইসলামের ওপর হামলা করে। এ হামলার খবর শুনে জনির পিতা আব্দুর রহমান (৫৫) এগিয়ে এলে তার ওপরও হামলা করা হয়। পরে উভয় পক্ষের লোকজন হাঁসুয়া, লাঠি, রড় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষে আহত ৯ জন হলেন- জনি ইসলাম (২২), তার পিতা আব্দুর রহমান (৫৫), মা আমানো বেগম (৪৭), বকুল হোসেন (৩৮), সুজন আলী (৩২), খবির উদ্দিন (৩৫), দবির উদ্দিন (৩৩), মরিয়ম বেগম (৫৫), খবিরের স্ত্রী লাকি বেগম (২৮)।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা বেগতিক দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসিৎক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।