
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার দেবীদ্বারে মানবতার ফেরিওয়ালা খ্যাত আমেরিকা প্রবাসী করোনা যোদ্ধা ডাক্তার ফেরদৌস খন্দকারের সহযোগিতায় ও মহিলা শ্রমিকলীগ নেত্রী শাহীনুর লিপির তত্ত্বাবধানে প্রতিদিন ২০০ শ্রমজীবী সিএনজি, আটোবাইক ভ্যান ও রিক্সা চালকের মাঝে ইফতার প্যাকেট বিতরন করা হয়। এসময় সাধারন লোকজনকে বিভিন্ন বাসাবাড়ি থেকেও নারী-পুরুষ-শিশু নেমে এসে স্বাভাবিকভাবে লাইনে দাড়াতে দেখা যায়। এতে ইফতার নিতে আসাদের চোখে মুখে বিষন্নতার ছাপ দেখা না গেলেও আয়োজকদের ইফতার বিতরণে বিব্রত হতে দেখা যায়।
বৃহস্পতিবার বিকেলে নিউমার্কেট স’মিল এলাকায় আজকের ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার, মো. মুজিবুর রহমান কমিশনার, রাশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ি সাহেদুল হক মোল্লা, প্রভাষক কাজী মো. মনিরুল ইসলাম, মো. রকিবুল হাসান, আব্দুর রহমান, শ্রমিক লীগ উপজেলা সাধারন সম্পাদক কাউসার হায়দার সাংবাদিক শফিউল আলম রাজিব, মহিলা শ্রমিক লীগ নেত্রী শাহিনুর লিপি, আয়শা আলিয়ালী মুক্তা, রিমা আক্তার প্রমূখ।
