ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে ‘আম পাড়তে গিয়ে’ ছাত্রলীগ নেতার মৃত্যু
Published : Thursday, 6 May, 2021 at 2:12 PM
চট্টগ্রামে ‘আম পাড়তে গিয়ে’ ছাত্রলীগ নেতার মৃত্যুচট্টগ্রামে ‘আম পাড়তে গাছে উঠে ডাল ভেঙে পড়ে’ এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

৩৫ বছর বয়সী নেছারুল হক বাবর এক সময় চট্টগ্রামের সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার তার বাসা।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি জানিয়েছেন, বুধবার রাতে নগরীর সদরঘাট থানার হোটেল শাহজাহান মাঠে ওই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, “রাতে নামাজ পড়ে বন্ধুরা সবাই মিলে হোটেল শাহজাহান মাঠে গল্প করছিলাম। এ সময় গাছ থেকে একটি আম ঝরে পড়ে। তা দেখে আরও আম পাড়তে গাছে ওঠে নেছারুল।

“বন্ধুরা রাতের বেলা গাছে উঠতে নিষেধ করার পরও নেছার গাছে উঠে যায়। গাছে এক ডাল থেকে অন্য ডালে পা দেওয়ার সময় সেটা ভেঙে নেছার মাটিতে পড়ে যায়।”

তখন বন্ধুরা মিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান ছাত্রলীগ নেতা রনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, রাত ১২টার দিকে নেছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।