ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অর্ধকোটি টাকায় বিক্রি হলো ডায়ানার সাইকেল
Published : Thursday, 6 May, 2021 at 2:09 PM
মৃত্যুর ২৪ বছর পরেও আলোচনায় ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ডায়ানা। সম্প্রতি ৪৪ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে তার ব্যবহৃত একটি পুরনো সাইকেল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৫১ লাখ ৮৭ হাজার ৪৯৭ টাকায়।

অর্ধকোটি টাকায় বিক্রি হলো ডায়ানার সাইকেলগত সপ্তাহে লন্ডনের ইস্ট সাসেক্সে ডায়ানার ব্যবহৃত ১৯৭০-এর দশকের ওই রালে ট্রাভেলার লেডিস বাইকটি নিলামে তোলা হয়।


১৯৯৭ সালে ৩১ আগস্ট প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মারা যান ৩৬ বছরের প্রিন্সেস ডায়ানা। ১৯৮১ সালে তিনি প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে নিজের সাবেক কর্মস্থল লন্ডনের একটি নার্সারিতে প্রতিদিন সাইকেল নিয়ে যাতায়াত করতেন তিনি। তবে বিয়ের পর রাজপরিবারের একজন সদস্যের জন্য এভাবে সাইকেল ব্যবহার যথাযথ নয়। এমন যুক্তিতে নিজের পছন্দের বাহনটি ত্যাগ করতে হয় তাকে।

২০১৮ সালে এক নিলামে ৯ হাজার ২০০ ডলারে বিক্রি হয়েছিল এটি। আয়োজকদের ধারণা ছিল, এবার এটির দাম উঠবে ১৫ হাজার থেকে ২০ হাজার পাউন্ড।অর্ধকোটি টাকায় বিক্রি হলো ডায়ানার সাইকেল

নিলামে সাইকেলটি বিক্রি করা মার্ক এলিনের মতে, ‘সম্ভবত এটি বিশ্বের সর্বাধিক বিখ্যাত সাইকেল।’ তবে বার্স্টো অ্যান্ড হিউয়েট অকশন হাউস এটিকে একটি ‘লজ্জাজনক সাইকেল’ এবং ‘ডায়ানার ওপর নির্যাতনের উল্লেখযোগ্য প্রতীক’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

প্রিন্সেস ডায়ানার কাছ থেকে এটি সরাসরি পেয়েছিলেন গাল্ড স্টোনহিল নামের এক ব্যক্তি। সাইকেলের সঙ্গে তার একটি চিঠিও ছিল। সেখানে তিনি এটির টায়ারের অবস্থা এবং স্যাডেলে থাকা কলমের দাগের কথাও উল্লেখ করেন।

দৃশ্যত নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ক্রাউন’-এর ব্যাপক জনপ্রিয়তার কারণে সাইকেলটি এতো বেশি দামে বিক্রি হয়েছে। ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসের একটি কাল্পনিক সংস্করণ হিসেবে পরিচিত ওই সিরিজটিতে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী এমা করিন।

ঐতিহাসিক এই দ্বিচক্রযানটির নতুন মালিক যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের খ্যাতনামা অ্যাটর্নি ব্যারি গ্লাজার।