ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে আন্ত:জেলা ছিনতাই ও চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
Published : Tuesday, 4 May, 2021 at 9:15 PM
দেবিদ্বারে আন্ত:জেলা ছিনতাই ও চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতারশাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে আন্ত:জেলা  ছিনতাই ও চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। মঙ্গলবার ভোরে  অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন শামীম, এএসআই/মো. আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে,  পৌর এলাকার বারেরা গ্রামে দুদুর্ষ চুরির সংগঠিত হওয়ার গোপন সংবাদ পেলে তাৎক্ষনিক কুইক রেসপনস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আন্ত:জেলা চোর চক্রের সদস্য  মো. মাসুদ রানাকে (৩০) আটক করা হয়। চক্রের সদস্য মাসুদ রানা মাশিকাড়া এলাকার আ. সালাম মিয়ার ছেলে। পরে তার দেওয়া তথ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের সদস্য এলাহাবাদ গ্রামের মৃত আ. খালেক মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৪২), গুনাইঘর এলাকার  মৃত শহীদ মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া(৪৮), মৃত মনির হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন(৪০) এবং মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার মৃত আলফু মিয়ার ছেলে মো. হুমায়ুন (২৮) কে গ্রেফতার করে। এসময় তাদের থেকে ৩টি গরুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত চোর চক্রটি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাই করে আসছিলো। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়।