ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে সিএনজি চালকদের মাঝে পরিচয়পত্র বিতরণ
Published : Tuesday, 4 May, 2021 at 9:08 PM
দেবিদ্বারে সিএনজি চালকদের মাঝে পরিচয়পত্র বিতরণশাহীন আলম, দেবিদ্বার ।
কুমিল্লার দেবিদ্বারে সিএনজি চালকদের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দেবিদ্বার ট্রাফিক জোনের উদ্যোগে সদর এলাকার নিউমার্কেট চত্ত্বরে প্রায় ১৫০জন সিএনজি অটোচালকের মাঝে পরিচয়পত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার বিপাড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মো.আমিরুল্লাহ, অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান, টিআই মো. সালেহ আহমেদ।
অনেক ক্ষেত্রে এসব অটোরিকশার মাধ্যমে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। এ অবস্থায় সরকারি ভাড়া কার্যকরসহ এ খাতে শৃঙ্খলা আনা ও যাত্রী নিরাপত্তায় চালকদের পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।
 জানা গেছে, ‘বৈধ সিএনজি চালকদের পরিচয়পত্র দেওয়া হয়েছে। তাতে চালকের ছবি, ড্রাইভিং লাইসেন্স নম্বর,  মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর, স্থায়ী-অস্থায়ী ঠিকানা, পুলিশের কন্ট্রোল রুমের ফোন নম্বরসহ যাত্রী, চালক ও মালিকদের করনীয় নির্দেশনা রয়েছে। এই পরিচয়পত্র চালককে সিএনজিতে ঝুলিয়ে চালাতে বলা হয়েছে।
এ ব্যাপারে ইউএনও রাকিব হাসান বলেন, অনেক সময় যাত্রী ও জনসাধারণ সিএনজিতে উঠে বিভিন্ ভোগান্তি ও হয়রানির শিকার হয়, যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্ন যাতায়ত করতে পারেন সেজন্য চালকদের পরিচয়পত্র দেওয়া হয়েছে।