
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে ছিন্নমূল, প্রতিবন্ধী ও ভাসমান বেদে পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী নিজ হাতে পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান। মঙ্গলবার বিকালে উপজেলার ভাসমান ১৬টি বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত খাদ্য সহায়তার পৌঁছে দেন তিনি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে অন্তত অর্ধশতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, তেল, ডালসহ শুকনো খাবারের সম্বলিত একটি প্যাকেট তুলে দেওয়া হয়। ইউএনও রাকিব হাসান কুমিল্লার কাগজকে বলেন, করোনাভাইরাসের ২য় ঢেউয়ে কারণে সারাদেশে সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে। এ কারণে খেটে খাওয়া অসহায় দুস্থ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এসব লোকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত খাদ্য সহায়তা উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে । কারো খাদ্য নিয়ে চিন্তার কিছু নেই। বিভিন্ন এলাকায় ঘুরে দুস্থদের মাঝে ইফতারসামগ্রীও বিতরণ করা হবে বলে তিনি জানান। কয়েকজন সুবিধা ভোগী বলেন, ‘বর্তমান সময়ে করোনার কারণে দেশে লকডাউন চলছে। এ কারণে আমরা বাহিরে কাজ করতে পারছি না। এ সময় স্যারে আমাগো প্রধানমন্ত্রীর উপহার খাদ্য পৌঁছে দিল। এর জন্য আমাগো অনেক উপকার হইলো। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে পৌরসভার রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।