ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতা মুহিব্বুল্লাহ হত্যা: প্রধান আসামি গ্রেফতার
Published : Monday, 3 May, 2021 at 5:51 PM
রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতা মুহিব্বুল্লাহ হত্যা: প্রধান আসামি গ্রেফতাররাঙ্গুনিয়ার বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা মুহিব্বুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. ইউনুছ মনিকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মে) দুপুরে সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

গ্রেফতার ইউনুছ মনি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেনের ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর অন্যতম বিশ্বস্ত সহযোগী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

গত ৩ এপ্রিল রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জে অবরুদ্ধ করার খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত নেতাকর্মীরা। মিছিলটি কোদালা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মুহিব্বুল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত মুহিবুল্লাহকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পর ৬ এপ্রিল রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।