দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের একই দল
Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কার
বিপে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। প্রথম
টেস্টের জন্য যে ১৫ জন নির্বাচন করা হয়েছিল তাদের রেখে দ্বিতীয় টেস্টের
স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।
শ্রীলঙ্কার
দ্বিতীয় বৃহত্তম শহর ক্যান্ডির অদূরে পাল্লেকেলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট
শুরু হবে বৃহস্পতিবার থেকে। এ স্টেডিয়ামেই প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল।
করোনার কারণে সফর এড়াতে একই ভেন্যুতে ম্যাচ আয়োজন করছে আয়োজকরা।
বাংলাদেশ
স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাশ, মোহাম্মদ মিথুন, মুশফিকুর
রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, তাইজুল
ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন
চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।