ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু
Published : Tuesday, 27 April, 2021 at 6:51 PM
হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু বরিশালে নগরীতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে রাজা মিয়া (৬০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা চিকিৎসকদের।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাজা মিয়ার বাড়ি ঝালকাঠী জেলায়। তিনি নগরীর বগুরা রোড এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন কারখানা সংলগ্ন একটি ঘরে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে রিকশা চালানো অবস্থায় অসুস্থ হয়ে পড়েন রাজা মিয়া। পথচারীরা তাকে ধরাধরি করে ল্যাবএইড ডায়গণস্টিক সেন্টারের ভেতরে নিয়ে যান। সেখানকার সেবিকারা পরীক্ষা-নীরিক্ষা করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃঞ্চ জানান, হাসপাতালে পৌঁছার আগেই রাজা মিয়ার মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অনেকক্ষণ রোদে বা বাইরে থাকলে হিট স্ট্রোক হতে পারে। হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। ত্বক একেবারে পানিশূন্য হয়ে যায়। আক্রান্ত ব্যক্তি ভুল অর্ধচেতন বা অচেতন হতে পারে।

তিনি আরও জানান, সাধারণত দীর্ঘ সময় বাইরে বা গরম পরিবেশে কাজ করেন, কৃষক, শ্রমিক, রিকশাচালক। ফলে দীর্ঘক্ষণ রোদে দাঁড়ালেও এমন হতে পারে। এ থেকে মৃত্যুও হতে পারে। লক্ষণ শুনে আমাদের ধারণা রাজা মিয়া হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিসুর রহমান জানান, বরিশালে মৃদু দাবদাহ প্রবাহিত হচ্ছে। আরও দু’একদিন চলতে পারে এই তাপদাহ। তাপমাত্রাও বাড়তে পারে। এ কারণে বরিশালে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। ২৫ এপ্রিল চলতি মৌসুমে বরিশালে সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, ১ মে থেকে কমবেশি বৃষ্টি হতে পারে। এর আগে তেমন একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।