ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষ গ্র্যাজুয়েটদের কাজের সুযোগ দিতে হবে: বাণিজ্যমন্ত্রী
Published : Tuesday, 27 April, 2021 at 6:02 PM
দক্ষ গ্র্যাজুয়েটদের কাজের সুযোগ দিতে হবে: বাণিজ্যমন্ত্রীকমনওয়েলথ ডিজিটাল লার্নিং-এ দক্ষতা অর্জনকারী গ্র্যাজুয়েটদের কাজের সুযোগ করে দিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘চলমান প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্য ডিজিটাল হয়েছে, সর্বক্ষেত্রে অটোমেশন চালু হয়েছে। এখন দক্ষতা অর্জনের বিকল্প নেই।’

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভার্চুয়াল প্লাটফর্মে ‘কমনওয়েলথ অব লার্নিং এশিয়ান কনভোকেশন-২০২১’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কনভোকেশনে শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী প্রফেসর জি এল পেইরিস, মালদ্বীপের হায়ার এডিউকেশন মিনিস্টার ড. ইব্রাহিম হাসান সংযুক্ত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমনওয়েলথ অব লার্নিং এর স্পেশাল অ্যাডভাইজার ড. নাভিদ মালিক। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কুরসিরার চিফ এক্সিকিউটিভ অফিসার জেফ মেগিঅনকলডা। এছাড়া বক্তব্য রাখেন— কমনওয়েল্থ অব লার্নিং এর প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার প্রফেসর আশা কানওয়ার এবং অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের অ্যাডভাইজার (স্কিল) ড. বাশির হামাদ শাধরাচ।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ই-কমার্স, ডাটা অ্যানালাইসিস, ই-ফার্মিং, ই-অ্যাগ্রিকালচার বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে। এজন্য কারিগরি দক্ষতা খুবই প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে উঠে আসা দক্ষ জনশক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলো উপকৃত হবে। কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের দক্ষ জনশক্তি তৈরিতে অনলাইনে প্রশিক্ষণ বিপুল সম্ভাবনার সৃষ্টি করেছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চলমান মহামারি কোভিড-১৯ এর কারণে নানামুখী চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ। এ মুহূর্তে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোতিা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে একযোগে।’

বাংলাদেশসহ সব দেশের কমনওয়েলথ কোর্স গ্র্যাজুয়েটদের স্বাগত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আন্তরিকতার সঙ্গে দক্ষতা অর্জন করে তা কর্মক্ষেত্রে সফলভাবে কাজে লাগাতে হবে এবং ডিজিটাল সেক্টরে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।’