
ইলিয়াস আহমেদ, বরুড়া : করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লার বরুড়ার প্রাক্তন সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ভূইয়া। ২৭ এপ্রিল সকাল সাড়ে ৯টায় মারা যান তিনি। গত ৯ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমবারের করোনা পরীক্ষায় তাঁর পজেটিভ আসে দ্বিতীয় রিপোর্টে নেগেটিভ আসে।
মৃত্যুকালে মাহাবুবুর রহমানের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
এমপি মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম, বিএনপি নেতা মোস্তফা জামান, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন প্রমুখ।
উল্লেখ্য মাহবুবুর রহমান ভূইয়া বরুড়া উপজেলার গোহালিয়া (চুনারিখলা) ভূঁইয়া বাড়িতে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে অষ্টম শ্রেণীতে পড়াাকালীন হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে যোগদানের মাধ্যমে তার রাজনীতির শুভ সূচনা হয়। তিনি পাকিস্তান আমলে ছাত্ররাজনীতিতে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ১৯৬৯ সনের গণআন্দোলনে ১১ দফার আন্দোলনের নেতৃত্ব দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৮ সনে জাতীয়তাবাদী দলে যোগদান করেন এবং বরুড়া উপজেলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ কুমিল্লা-৭ বরুড়া নির্বাচনী এলাকায় জাতীয় পার্টি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন। বর্তমানে কুমিল্লা জেলা জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আজীবন সততা ও নিষ্টা তার মাঝে কাজ করেছেন। তার মৃত্যুতে বরুড়ার সচেতন মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।