ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
Published : Tuesday, 27 April, 2021 at 2:56 PM
সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় ফজলুল হক মিঠু (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের ভাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার বুরঙ্গমাড়ি এলাকার শমসের আলীর ছেলে। তিনি নরসিংদীর মাক্সকো গ্রুপে চাকরি করতেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সকালে মিঠু মোটরসাইকেলযোগে ঘোড়াশাল থেকে নরসিংদী অভিমুখে যাচ্ছিলেন। ঘোড়াশালের ভাগদী এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ভারী কোনো যানবাহন চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।