ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সহকারী প্রচার সম্পাদকসহ গ্রেফতার ১০
Published : Tuesday, 27 April, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় তা-বের ঘটনায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া খানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও নয় জনকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, ‘গ্রেফতার মুফতি জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তা-বের ঘটনা হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সরকার উৎখাতের সুদূরপ্রসারি পরিকল্পনার অংশ ছিল। এজন্য তারা জামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ আশেপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষককে নিয়ে ব্যাপক তা-বলীলা চালান। এ সময় তার এবং সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে হেফাজতের ছাত্র-শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তা-ব চালান। বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। এছাড়াও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আশুগঞ্জ, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও নয় জন হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৬টি মামলায় ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অন্তত অর্ধশত স্থাপনা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানো হয়।