‘মরা’ গরুর কসাই
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরা গরুর মাংস বিক্রির দায়ে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত কসাইয়ের নাম আল আমিন। বিভিন্ন সূত্রে খবর পেয়ে রবিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার আলিয়াবাদ বাজারে অভিযান চালিয়ে ঘটনা সত্যতা নিশ্চিত হন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এরপর পচা মাংস জব্দ ও নষ্ট করে কসাই আলামিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক নবীনগর সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান।
জরিমানাপ্রাপ্ত আল আমিন উপজেলার আলিয়াবাদ এলাকার জহির মিয়ার ছেলে।
ঘটনা সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ভূমি কর্মকর্তা বলেন, নবীনগর উপজেলার আলিয়াবাদ বাজারে মরা গরুর পচা মাংস বিক্রি হচ্ছে এমন অভিযোগ অনেক দিন ধরে পাচ্ছিলাম। আজ সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলিয়াবাদ বাজারে কসাই আল আমিনের মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আল আমিনের দোকানে থাকা মাংস পরীক্ষা করে দেখা যায়, সব মাংসই মরা গরুর। সঙ্গে সঙ্গে দোকানে থাকা ৫০ কেজি মরা গরুর পচা মাংস জব্দ করে তা পুঁতে ফেলা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কসাই আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সে আর মরা ও পচা মাংস বিক্রি করবে না এই মুচলেকা দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় নবীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।