ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওজনে কারচূপিসহ নানা অভিযোগে কুমিল্লায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
Published : Monday, 19 April, 2021 at 9:03 PM
ওজনে কারচূপিসহ নানা অভিযোগে কুমিল্লায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানানিজস্ব প্রতিবেদক।।
ওজনে কারচূপি, বাটখারায় কারচূপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে কুমিল্লায় ৭ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৩ হাজার টাকা জরিমানা করেছে।
রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলাম জানান, ওজনে কারচূপি, বাটখারায় কারচূপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ০৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন,  ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা -বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ  এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ওজনে কারচূপিসহ নানা অভিযোগে কুমিল্লায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা