ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাহরাস্তিতে লকডাউনে পুলিশের তৎপরতা দৃশ্যনিয়
Published : Monday, 19 April, 2021 at 8:48 PM, Update: 19.04.2021 9:01:12 PM
শাহরাস্তিতে লকডাউনে পুলিশের তৎপরতা দৃশ্যনিয় মোঃ জামাল হোসেনঃ  শাহরাস্তিতে লকডাউনে পুলিশের তৎপরতা দৃশ্যনিয়, করোনা রোধকল্পে কাজ করে যাচ্ছে পুলিশ। মরণঘাতী (কোভিড ১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে শাহরাস্তি থানা পুলিশের পক্ষ হতে উপজেলার বিভিন্ন জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে।  গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় লকডাউন নিশ্চিতকরণে জনসমাগম স্থলে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনামূলক প্রচারণা চালিয়ে চালিয়েছে। পুলিশ মাস্ক বিতরণ করছে বিভিন্ন স্থানে। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কাঁচাবাজার ওষুধ প্রশাসন নির্দেশিত প্রতিষ্ঠানগুলোর অন্যসব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে লকডাউন পালনে পুলিশ কঠোর ভাবে কাজ করছে। নিজেদের সংক্রমণ হতে বাঁচাতে লকডাউন মেনে চলার অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন
কঠোরভাবে লকডাউন পালনা করা হচ্ছে। মানুষকে বাঁচাতে হবে, আমরা নিজেরাও বাঁচতে হবে। সেই লক্ষে পুলিশ প্রশাসন লকডাউন পালনে কঠোরতা অবলম্বন করছে।
পুলিশ লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে। কোন ভাবেই রাস্তায় বিনা প্রয়োজনে বের হওয়া যাবেনা। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।