ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত ১
Published : Sunday, 18 April, 2021 at 1:17 PM
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত ১চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রেলস্টেশনের পাশে চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শরীফ হোসেন আলমডাঙ্গা রেলস্টেশনসংলগ্ন আন্ডারপাসের কাছে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।