ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউনে দোকান খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ
Published : Tuesday, 6 April, 2021 at 1:50 PM
 লকডাউনে দোকান খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভলকডাউনে দোকান খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন জায়গার মতো রাজধানীতেও বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। চকবাজার, মৌলভিবাজার ও মিটফোর্ডের সাধারণ ব্যবসায়ীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকল প্রকার দোকান খুলে দেওয়ার দাবি জানান তারা।

এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সিলেটেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার ও রবিবার লকডাউন প্রত্যাহার ও দোকান খোলা রাখার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করে নিউমার্কেটের ব্যবসায়ীরা।