ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আইসিইউতে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন
Published : Tuesday, 6 April, 2021 at 1:47 PM
আইসিইউতে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন করোনায় আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত প্রবীণ অভিনেতা এস এম মহসীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে জানান, ‘করোনা পজিটিভ হওয়ার পর এস এম মহসীনকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে গতকাল তাকে ইমপালস হাসপাতালে নেওয়া হয়েছে।’
এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।