২৫ লাখ টাকার ম্যাজিক জালসহ দুই যুবক আটক
Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
মুন্সিগঞ্জে ২৫ লাখ টাকা মূল্যের ম্যাজিক জালসহ দুই যুবককে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (৫ এপ্রিল) দুপুরে শরিয়তপুরের কাঁঠালবাড়ি এলাকায় একটি ট্রলার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ট্রলার চালক জীবন মৃধা (২২) ও শহিদুল (২০)। তারা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ মান্দ্রা গ্রামের বাসিন্দা।
মাওয়া কোস্টগার্ডের কমান্ডার সাইফুল বলেন, কাঁঠালবাড়ি এলাকায় সন্দেহজনক একটি ট্রলার তল্লাসি চালিয়ে রেক্সিন মোড়ানো ৫শ’ পিস অবৈধ ম্যাজিক জাল (চায়না চাই) পাওয়া যায়। এসময় অবৈধ ম্যাজিক জাল বহনের দায়ে দুই ট্রলার চালককে আটক করা হয়। পরে দুপুর ২টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে আটককৃতদের মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’