প্রোটিয়াদের বিপে সালমা-রুমানাদের সহজ জয়
Published : Monday, 5 April, 2021 at 12:00 AM
জাতীয়
দলের আদলে সালমা-রুমানাদের নিয়ে শক্তিশালী ইমার্জিং দল গঠন করেছে বাংলাদেশ
ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলটি প্রত্যাশিতভাবেই প্রথম একদিনের ম্যাচে
দণি আফ্রিকার ইমার্জিং দলকে ৫৫ রানে হারিয়েছে শুভ সূচনা করেছে।
সিলেট
আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৯৭ রানের ছোটখাটো ল্য তারা করতে নেমে শুরুটা দারুণ
করেছিল সফরকারী দল। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সুযোগ
হাতছাড়া হয় প্রোটিয়াদের। ২০ রানে ৬ উইকেট হারিয়ে মূলত ম্যাচ থেকে ছিটকে যায়
সফরকারীরা। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায় দণি আফ্রিকা
ইমার্জিং দল।
প্রোটিয়া ওপেনার অ্যান্ড্রি স্টেইন সর্বোচ্চ ৪১ রানের
ইনিংস খেলেছেন। আরেক ওপেনার রবিন শার্লি করেছেন ১৫ রান। কৃস্টি থমসন ১৩ ও
আনেকে বোস ১৬ রান করেন। শেষ দিকে চেষ্টা করা কায়াকাজি মেথ ১৭ রানে অপরাজিত
ছিলেন।
১০ ওভারে ২৫ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমা। দুটি করে উইকেট নিয়েছেন জাহানারা, রুমানা ও মেঘলা।
এর
আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়
নিগার সুলতানা জ্যোতির দল। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ১৯৬
রান। অথচ শুরুটা হয়েছিল অসাধারণ। স্বাগতিক দলের ওপেনিং জুটিতে আসে ৭৮ রান।
ওপেনার শারমিন সুলতানা ব্যক্তিগত ৩৪ রানে আউট হওয়ার পর অধিনায়ক নিগারও
দ্রুত বিদায় নেন (২)।
আরেক ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ৩৬
রানের ইনিংস। দলের পে সর্বোচ্চ রান করেছেন ফারজানা হক পিংকি। ১০০ বলে ৫
চারে ৭২ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটার। শেষ দিকের ব্যাটাররা প্রত্যাশমতো
পারফরম্যান্স করতে না পারায় দুইশো পেরুতে পারেনি স্বাগতিকরা। প্রোটিয়া
অফস্পিনার জেন উইনস্টার ৩২ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট নেন।
এই জয়ে
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো
লাল-সবুজ জার্সিধারীরা। মঙ্গলবার সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত
হবে।