ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার পদত্যাগের ঘোষণা দিলেন মির্জা কাদেরের অনুসারী যুবলীগ নেতা
Published : Saturday, 3 April, 2021 at 2:15 PM
এবার পদত্যাগের ঘোষণা দিলেন মির্জা কাদেরের অনুসারী যুবলীগ নেতা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত।

শুক্রবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তার এ পদত্যাগের ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের বিবদমান পাল্টাপাল্টি হামলা মামলা নিয়ে নতুন করে চলছে নানা আলোচনা সমালোচনা।
গোলাম ছারওয়ার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোন  ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দলের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। যথাযথ কর্তৃপক্ষকে পদত্যাগপত্র পেশ করবো।

এ বিষয়ে তার সাথে যোগাযোগ করলে তিনি স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি আর রাজনীতি করব না।  তিনি সকলের সাথে আলাপ করে তার পদত্যাগ পত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দেবেন বলেও জানান।