ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক
Published : Saturday, 3 April, 2021 at 1:33 PM
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটকনেত্রকোনার পূর্বধলা উপজেলায় ইয়াবা নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২ এপ্রিল) রাতে বাদে পুটিকা এলাকায় মাদক বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ছাত্রলীগ নেতা আবু সাঈদ খান রানা ওরফে রানা খান (২৮) ও তার সহযোগী রুমন তালুকদার (২৬)। আটক আবু সাঈদ খান রানা বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। রুমন তালুকদার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আবুল বাশার খানের ছোট ভাই। সে আগিয়া ইউনিয়নের আইয়ুব আলী তালুকদারের ছেলে।
পুর্বধলা থানা পুলিশের এস আই তাপস বণিক জানান, এস আই মো. আলাউদ্দিনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।  পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে আজ শনিবার তাদের কোর্টে প্রেরণ করে।