গলায় ছোলা আটকে শিশুর মৃত্যু
Published : Friday, 2 April, 2021 at 12:00 AM
রংপুরের পীরগাছায় ছোলা খাওয়ার সময় গলায় আটকে আহসান হাবীব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আহসান হাবিব ওই গ্রামের আখেরুজ্জামানের ছেলে।
এলাকাবাসী জানান, বিকেলে শিশুটির মা গ্রামীণ এক ফেরি দোকানির কাছ থেকে ছোলা কিনে খাচ্ছিলেন। এ সময় শিশুটিও কয়েকটি ছোলা খাওয়ার সময় তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আহসান হাবিবের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান। তিনি বলেন, শিশুটিকে নিয়ে মেডিকেলে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।