ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখলেন নাসির
Published : Friday, 2 April, 2021 at 12:00 AM
জাতীয় লিগে মুগ্ধতা ছড়ালেন মুকিদুল ইসলাম। তার আগুনে বোলিংয়েই আত্মসমর্পণ করেছে খুলনা বিভাগ। দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে রংপুরকে ৭ উইকেট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে দলের জয়ে নাসির হোসেনের ভূমিকাও কম নয়। প্রথম ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলা নাসির দ্বিতীয় ইনিংসেও খেলেছেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। এদিকে প্রথম স্তরে সিলেট ও ঢাকা বিভাগের অপর ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে।
জয়ের জন্য ১০১ রানের ল্য দিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করেছিল রংপুর। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে সহজেই সেই ল্েযর কাছে পৌঁছে যায় তারা। দলের পে সর্বোচ্চ ইনিংস খেলেছেন নাসির হোসেন। ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় নাসির নিজের অপরাজিত ৪৮ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া ওপেনার জাহিদ জাবেদের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। খুলনার বোলারদের মধ্যে আব্দুল হালিম দুটি এবং রবিউল ইসলাম একটি উইকেট নিয়েছেন।
খুলনা বিভাগ আগে ব্যাটিং করে ২২১ রান সংগ্রহ করে। জবাবে নাসির (৬৬) ও আরিফুলের (৯৭) জোড়া হাফসেঞ্চুরিতে ৩৬৪ রান সংগ্রহ করে রংপুর। ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খুলনা সংগ্রহ করে ২৫৯। তাতে রংপুর জয়ের জন্য ১১৬ রানের ল্য পায়।
প্রথম স্তরে ঢাকা ও সিলেটর অপর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১৮৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল সিলেট। বৃহস্পতিবার আরও ৩৬ রান যোগ করে অলআউট হয় তারা। ৩১০ রানের ল্েয খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতেই ম্যাচের সময় শেষ হয়ে যায়। ফলে ম্যাচটি শেষ হয় নিষ্প্রাণ ড্রয়ে। ঢাকার হয়ে সাইফ হাসান সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন।
সিলেটের এনামুল হক জুনিয়র সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া রুয়েল মিয়া ও রাহাতুল ফেরদৌস নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে জাকির হাসানের সেঞ্চুরিতে (১৫৯) সিলেট ৩৭০ রানের স্কোর সংগ্রহ করে। জবাবে ঢাকা রাহাতুলের বোলিংয়ের সামনে ২৮০ রানে অলআউট হয়। ৯০ রানে পিছিয়ে থেকে সিলেট নিজেদের দ্বিতীয় ইনিংসে ২১৯ রান করে। ফলে ৩১০ রানের ল্য পায় ঢাকা।