ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লিংকবাংলার ১০দিন ব্যাপি চিত্রপ্রদর্শনী উদ্বোধন
Published : Thursday, 1 April, 2021 at 9:04 PM
লিংকবাংলার ১০দিন ব্যাপি চিত্রপ্রদর্শনী উদ্বোধন কুমিল্লা শিল্পের শহর, শিল্পীর শহর। এ লক্ষ্যে শিল্পের অন্বেষণ, প্রান্তিকায়ণ ও ক্ষমতায়নের প্রয়াসে কুমিল্লায় শুরু হয়েছে লিংকবাংলার ১০ দিনব্যাপি শিল্পপ্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহনকারী শিল্পীদের নিয়ে ক্ষুদ্র পরিসরে উদ্বোধন করা হয় বৃহৎ এই আয়োজনের।  বাংলাদেশ ও ভারতের এক শ’ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে কুমিল্লা শহরের ঝ্উাতলায় লিংকবাংলার গ্যালারীতে এই শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নবীনদের পাশাপাশি প্রতিষ্ঠিত প্রবীন শিল্পরাও আছেন এই এক শ’ শিল্পীর মধ্যে। প্রদর্শনী বিকাল ৩টায় শুরু হবে প্রতিদিন। চলবে রাত ৮টা পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, এ শিল্প প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদীন থেকে শুরু করে এনামুল করিম নির্ঝর পর্যন্ত এক শ জন শিল্পীর শিল্পকর্ম থাকছে। এর মধ্যে এসএম সুলতান, কামরুল হাসান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ স্বনামধন্য শিল্পীদের শিল্পকর্মও প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। ভারত থেকে যামিনী রায়, সনৎ কর, পূর্ণেন্দু পত্রী, যোগেন চৌধুরী, বিকাশ ভট্টাচার্য প্রমুখের শিল্পকর্মও থাকছে।লিংকবাংলার ১০দিন ব্যাপি চিত্রপ্রদর্শনী উদ্বোধন
শিল্প প্রদর্শনীর আয়োজক মনজুরুল আজিম পলাশ জানান, ঢাকা কেন্দ্রিকতার বাইরে ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এ প্রদর্শনী নিয়ে দেশব্যাপী এক ধরনের আগ্রহ-আলোড়ন সৃষ্টি হয়েছে। শিল্পী ও শিল্প আগ্রহী ব্যক্তিবর্গ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। একই দিনে এই গ্যালারীর ওয়েবসাইটও লঞ্চ করা হয়েছে। যারা সশরীরে আসতে পারবেন না, তারা অনলাইনেও প্রদর্শনী উপভোগ করতে পারবে। চিত্র প্রদর্শনী ছাড়াও বিভিন্ন সময়ে তথ্য চিত্র প্রদর্শন, পারফরমেন্স আর্ট, মাস্টারক্লাশ এবং সংগীত ও পরিবেশনা থাকবে। যা প্রতিদিন লিংকবাংলার ফেসবুক পেইজ থেকে প্রতিদিন জানা যাবে।
লিংকবাংলা প্রতিষ্ঠাতা-প্রধান নির্বাহী, প্রদর্শনীর আয়োজক মনজুরুল আজিম পলাশের মা বেগম লতিফা আজিম ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চিত্রশিল্পী সুষ্মিতা বড়ুয়া, হাবিব পাপ্পু, মাধবী নাথ।
এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. আলী হোসেন মজুমদার, কুমিল্লা আর্ট স্কুলের অধ্যক্ষ সুলতান শাহরিয়ার, প্রবীণ চিত্র শিল্পী রিপন রহমান,চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, শিল্প সংগঠক এডভোকেট শহীদুল হক সেলিম, শিল্পী জুনায়েদ মোস্তফাসহ অন্যান্যরা।