ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দক্ষিণ আফ্রিকায় করোনায় বাংলাদেশির মৃত্যু
Published : Thursday, 1 April, 2021 at 8:57 PM
দক্ষিণ আফ্রিকার কিংবার্লি শহরে বসবাসরত মোস্তাফিজুর রহমান পাবেল নামে এক বাংলাদেশির করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

জানা যায়, গত দুই সাপ্তাহ আগে তিনি করোনা আক্রান্ত হয়ে ব্লুমফন্টেইন হাসপাতালে ভর্তি হন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়।

৩১ মার্চ রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার দেশের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। দীর্ঘ একযুগ আগে দক্ষিণ আফ্রিকায় আসেন পাবেল।

পাবেলকে ব্লুমফন্টেইনের স্থানীয় মুসলিম কবরস্থানে দাফন করা হবে। দেশটিতে চলতি বছর করোনায় ২৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।