ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরে গেল পরিবারের কাছে
সৌরভ মাহমুদ হারুন
Published : Thursday, 1 April, 2021 at 8:18 PM
পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরে গেল পরিবারের কাছেবুধবার রাতে কুমিল্লার বুড়িচং থানা পুলিশের মানবিক সহযোগিতায়  মানসিক ভারসাম্যহীন এক যুবক ফিরে পেল তার আপন জন কে।
   বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান বুধবার রাতে জেলার বুড়িচং উপজেলা  সদর বাজারে ভারসাম্যহীন একটি ছেলেকে জখমীয় অবস্থায় পাওয়া যায়।
ভারসাম্যহীন ছেলেটি হল কুমিল্লা নগরীর ছোটরা মধ্য পাড়ার  সাঈদুল হকের ছেলে  তানভীনুল হক(১৪)।  স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই সুজয় কুমার মজুমদার ও এসআই মোঃ মামুন হোসেন ছেলেটিকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থানায় নিয়ে আসে।  পরে আশপাশের সকল থানায় যোগাযোগ করে কোতয়ালী মডেল থানার মাধ্যমে ছেলেটির পরিবারের সন্ধ্যান পায়।  বুধবার  রাত অনুমান ১১.৩০ টার  সময় থানার সেকেন্ড অফিসার  এসআই সুজয় কুমার মজুমদার ও এসআই মোঃ মামুন হোসেন ছেলেটির পরিবারের হাতে বুঝিয়ে দেয়। মানসিক ভারসাম্যহীন যুবকটি কে তার  পরিবার   বা বাবা, মা, আত্মীয় স্বজনরা ফিরে পেয়ে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। আনন্দ অশ্রু মুছতে মুছতে সন্তান নিয়ে বাড়ি মুখি হয়। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই পরিবার।