ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবদুল মতিন খসরু এমপির সুস্থতা কামনা করে মোশাররফ কলেজে দোয়া অনুষ্ঠিত
Published : Thursday, 1 April, 2021 at 7:20 PM
আবদুল মতিন খসরু এমপির সুস্থতা কামনা করে মোশাররফ কলেজে দোয়া অনুষ্ঠিতইসমাইল নয়ন ॥
    বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরু এমপির সুস্থ্যতা কামনা করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে কলেজের সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
    দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মোবারক হোসেন। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মানস কুমার রায়, মো. কবির আহমেদ, হুমায়ন কবির, আব্দুল্লাহ আল মামুন, লিপি সরকার, প্রভাষক শরীফ মো. রেজা, শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান, জামাল হোসাইন, মোমিনুল হক ভূইয়া, বশির আহম্মেদ ভূইয়া, নেছার আহাম্মেদ, মারজিয়া সুলতানা, আয়েশানূর, আব্দুল মোমেন, রাহাতুন নেছা, নাসরিন সুলতানা, ফারুক আহমেদ, রাশেদুল ইসলাম, কাউছার হোসেন, ফারজানা আক্তার, সুরাইয়া আক্তার, ইয়াসমিন ফেরদৌস, রুনা পারভীন, নাঈম হোসেন, আকতার ফারুক আখন্দ, মোক্তার হোসেন, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
    জানা গেছে, সাবেক আইনমন্ত্রী এডভোকে আবদুল মতিন খসরু এমপি করোনা পজিটিভ হয়ে গত কয়েক দিন যাবত ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।