ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চলে গেলেন প্রথম ‘দেবদাস’ প্রযোজক
Published : Thursday, 1 April, 2021 at 3:41 PM
চলে গেলেন প্রথম ‘দেবদাস’ প্রযোজকশরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাড়াজাগানো উপন্যাস ‘দেবদাস’ নিয়ে কম সিনেমা-নাটক হয়নি। তবে বাংলাদেশের রূপালি পর্দায় দেবদাসকে প্রথম তুলে ধরেন প্রযোজক কামরুল হাসান খান। যিনি দীর্ঘ রোগভোগের পর আজই (১ এপ্রিল) না ফেরার দেশে পাড়ি জমান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

কামরুল হাসান খানের প্রযোজনায় বাংলাদেশের প্রথম ‘দেবদাস’ নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। ১৯৮২ সালে মুক্তি পাওয়া বুলবুল আহমেদ ও কবরী অভিনীত এ ছবি দারুণ সাড়া ফেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রযোজক কামরুল হাসান খানের মরদেহ হাসপাতাল থেকে শান্তিনগরের বাসায় নেওয়া হয়। সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মনোহরপুর গ্রামে। সেখানে আরেকটি জানাজার পর বাদ জোহর দাফন করার কথা রয়েছে।