ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সস্ত্রীক কোভিড আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান
Published : Tuesday, 30 March, 2021 at 2:01 PM
সস্ত্রীক কোভিড আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যানকরোনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন।

সোমবার করোনা টেস্ট করলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।  এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।  তিনি বলেন, জাহিদ হোসেন ও তার স্ত্রী করোনা আক্রান্ত।  তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।  দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।  

শায়রুল কবির খান জানান, করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অবস্থার উন্নতি হয়েছে।