ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বৃদ্ধকে কুপিয়ে হত্যা
Published : Monday, 29 March, 2021 at 8:07 PM
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

নিহত বাবলু সাকিদার(৭২) ওই এলাকার মৃত দুদু সাকিদারের ছেলে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, রবিবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে ওই বৃদ্ধ ঘর থেকে বাইরে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা চাপাতির আঘাতে তাকে খুন করে । এ ঘটনায় নিহতের ছেলে লোকমান সাকিদার বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

লোকমান সাকিদার ও স্থানীয়দের দাবি, ওই এলাকার কেফাত উল্লার ছেলে আনোয়ার ও আয়নালের সঙ্গে জমি-জমা নিয়ে অনেক দিন থেকেই দ্বন্দ্ব চলছিল ওই বৃদ্ধের। এর জেরে এমন ঘটনা ঘটতে পারে।

ওসি আব্দুর রাজ্জাক জানান, আসামিদের গ্রেফতার ও তদন্তের পর ঘটনার কারণ জানা যাবে।