
রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে নিপুণ রায় চৌধুরীকে সহযোগীসহ রায়েরবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২৮ মার্চ) সন্ধ্যায় র্যাব সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে র্যাব।
এর আগে ৭১ টেলিভিশনসহ একাধিক বেসরকারি চ্যানেলে নিপুণ রায়ের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়।
অডিও রেকর্ডে নারী কণ্ঠটি নিপুণ রায়ের বলেও সংবাদে দাবি করা হয়। নারী কণ্ঠে বলতে শোনা যায়, বাসে আগুন ধরিয়ে দিয়ে ভিডিও ও ছবি তুলে তাকে পাঠানোর অনুরোধ করতে। এর জবাবে মোবাইলের অপরপ্রান্তে থাকা ব্যক্তি নিপুণ রায়কে আশ্বস্ত করেন, আগুন দিতে পারবেন।
এরপর আর একটি রেকর্ডে পুরুষ কণ্ঠে শোনা যায়, বাসে আগুন দেয়ার ছবি পাঠিয়েছে নিপুণ রায়কে। কিন্তু ভিডিও করতে পারেনি। এর আগে নিপুণ রায়কে গ্রেফতারের বিষয়টি অভিযোগ করে বিএনপি।