
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তুহিন রেজাকে অপসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অনিয়ম করে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ফার্স্ট ফাইন্যান্স-এর চেয়ারম্যান খান মোহাম্মদ মঈনুল হাসান। তিনি বলেন, তুহিন রেজার বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ থাকায় কেন্দ্রীয় ব্যাংক তাকে সরিয়ে অন্য কাউকে এমডি নিয়োগ দিতে বলেছে। আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে নতুন এমডি নিয়োগ দেবো।
অবশ্য এখন পর্যন্ত ফার্স্ট ফাইন্যান্সের ওয়েব সাইটে এমডি ও সিইও (চলতি দায়িত্ব) হিসেবে তুহিন রেজার নাম রয়েছে। গত ১৫ মার্চ তাকে সরিয়ে দ্রুত নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে প্রতিষ্ঠানটির পষর্দ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত, এই মাসের ৩ তারিখ তুহিন রেজার এমডি হিসেবে অনাপত্তির অনুমোদন চেয়ে আবেদন করে ফার্স্ট ফাইন্যান্সের পর্ষদ। কিন্তু তা নামঞ্জুর করে গত ১৫ মার্চ চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। ওই চিঠিতে দ্রুত নিয়মিতি এমডি নিয়োগ দিতে পষর্দের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।
২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট ফাইন্যান্স দীর্ঘ দিন ধরে জেড ক্যাটাগরিতে রয়েছে। গত সাত বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি।