
তানভীর
 দিপু: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা ও 
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ থাকার প্রত্যয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় 
পালিত হলো স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি 
উপলক্ষে কুমিল্লায় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে ছিলো নানান আয়োজন। 
বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের এই 
বিশেষ দিনটিতে শপথ নেয়া হয় অসাম্প্রদায়িক দেশ গড়ার। স্বাধীনতা দিবসের 
শুক্রবার সকালে কুমিল্লা টাউন হলে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন 
কুমিল্লা সংরতি নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক 
মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা পরিষদ 
চেয়ারম্যান আবু তাহেরসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
 এরপর ফুলেল শ্রদ্ধা জানান, আনসার ও ভিডিপি, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স,
 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কেন্দ্রীয় কারাগার, জেলা লিগ্যাল এইড 
অফিস, ইসলামিক ফাউন্ডেশন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জোনাল সেটেলমেন্ট অফিস, 
জেলা রেজিস্ট্রারের কার্যালয়, কর অফিসকাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, 
জেলা তথ্য অফিস, বিএসটিআই, বন বিভাগ কুমিল্লা অঞ্চল, জেলা সরকারি 
গণগ্রন্থাগার, জেলা শিা অফিস, জেলা প্রাথমিক শিা অফিস, জেলা শিল্পকলা 
একাডেমী, জেলা ক্রীড়া অফিস, কৃষি ও খাদ্য বিষয়ক, কৃষি সম্প্রসারণ 
অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তরসমূহ। 
পরে নগর উদ্যানে জাতিরজনক 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে 
কুমিল্লার শহীদ জেলা প্রশাসক একেএম সামসুল হক খান ও পুলিশ লাইন্সে শহীদ 
পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদের সৌধতে পুষ্পস্তবক অর্পন করেন।  
এছাড়া
 স্বাধীনতা দিবসের সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা 
জানিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, 
স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর 
ধারাবাহিক ভাবে কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক ও ব্যক্তি উদ্যাগে বঙ্গবন্ধু
 ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
পরে স্বাধীনতা দিবসের দিন 
সন্ধ্যায় টাউনহল মাঠে আলোচনা সভাও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার 
মো. ফারুক আহমেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, 
এডভোকেট গোলাম ফারুক, বীরমুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী প্রমুখ।