Published : Sunday, 28 March, 2021 at 12:00 AM,  Update: 28.03.2021 1:47:26 AM
				
				
			 
			                                                        
ব্রাহ্মণপাড়া
 উপজেলার গ্রামের প্রত্যন্ত এলাকায় সকল মুক্তিযুদ্ধ স্মৃতি ও মুক্তিযোদ্ধা 
সমাধি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণ করা হবে। যেসব শহীদ মুক্তিযোদ্ধাদের কবর ও
 সমাধি অবহেলিত অবস্থায় আছে সেগুলো পুণরুদ্ধার করা হবে। প্রয়োজন অনুসারে 
সেসব সমাধি পরিষ্কার পরিচ্ছন্ন করা, নামফলক লাগানো এবং মুক্তিযোদ্ধার বীর 
পরিচয় সম্বলিত ফলকও সংযোজন করা হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং মহান 
স্বাধীনতা দিবস উপলক্ষে এই কার্যক্রম হাতে নিয়েছেন ব্রাহ্মনপাড়া উপজেলায় 
অরাজনৈতিক  সামাজিক সংগঠন মল্লিকা এক্সপ্রেস। গত ২৬ মার্চ কাবটির 
উদ্যোগে স্বাধীনতা সূবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন  অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু 
জাহের। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা বীর বিক্রম আবদুল বারিককে সম্মাননা 
প্রদান করা হয়।  
ব্রাহ্মণপাড়া আলহাজ্ব মোঃ আবু তাহের কলেজে আয়োজিত 
অনুষ্ঠানে মল্লিকা এক্সপ্রেস এর সভাপতি ছাইব বাপ্পির সভাপতিত্বে বিশেষ 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, 
মৎসজীবী লীগ নেতা শাহীন আলম, সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন প্রমূখ। 
অনুষ্ঠানে
 ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তরুণ প্রজন্ম অংশ নেন। 
আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও 
জাতিগঠনে শিক্ষা কার্যক্রম চালানোর আহ্বান জানান। পরে কেক কেটে ও ৫০ টি 
আতশবাজির মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের ৫০ বছরপূর্তি পালন করে মল্লিকা 
এক্সপ্রেস।