
নির্বাচনী পথসভায় বাঁধা দেয়া হচ্ছে, নেতা-কর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলাও দেয়া হয়েছে। বহিরাগত সন্ত্রাসীরা হামলা করে ৬/৭ গাড়ি ভাঙচুর করেছে, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, রাতের আধাঁরে মাইক্রোবাস ভর্তি বহিরাগত সন্ত্রাস দিয়ে আমাদের নেতাকর্মীদের হুমকি দেয়াসহ ভয়ভীতি দেখানো হচ্ছে এভাবে তো সুষ্ঠু নির্বাচন হয়না! বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রার্থী এ.এফ.এম তারেক মুন্সী।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন দিন, নির্বাচনে জনতার রায়ে প্রমাণ হবে কার জনপ্রিয়তা বেশি। দেবিদ্বারের মাটিতে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুঞ্জুরুল আহসান মুন্সির হাতেগড়া সংগঠন বিএনপি এখন আগের চেয়েও অনেক শক্তিশালী। আপনারা সভা সমাবেশে বিএনপি’র মাজা ভেঙে গেছে বলে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন মানুষ এখন তা আর তা বিশ^াস করেনা, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পেলে মানুষ ঢালাওভাবে ধানের শীষে ভোট দিবে। আমি ভোটারদের বলব, আপনারা যদি দেবিদ্বারকে মাদকমুক্ত, সুন্ত্রাসমুক্ত ও শান্তিপ্রিয় রাখতে চান তাহলে আগামী ২৮ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের রেখে একপা’ পিছু হটবো না।
বিএনপির এ প্রার্থী বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী পোস্টারে আমার ছবির ওপর বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আমার ভাই ফখরুল ইসলাম মুন্সি ও ভাতিজা রাজী ফখরুলের ছবি এডিট করে লাগিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন, আর বলছেন আমি নাকি আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে এসেছি। এসব মিথ্যা বানোয়াট কথাবার্তা বন্ধ বলা করুন।
তিনি আরও বলেন, আমরা পারিবারিক ভাবে যত নির্বাচন করেছি কোনদিনও বহিরাগত সন্ত্রাস দিয়ে রক্তপাতের ঘটায়নি, তারা একের পর এক আমাদের ওপর হামলা-মামলা করেই যাচ্ছে। ইনশাল্লাহ ২৮ ফেব্রুয়ারি বিপুরল ভোটে ধানের শীষের বিজয় হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু, মঞ্জুরুল হক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নিজামী, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান প্রমুখ।