ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফন সম্পন্ন
মুরাদনগর প্রতিনিধি
Published : Thursday, 25 February, 2021 at 9:22 PM
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফন সম্পন্নরাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফন সম্পন্নরাষ্ট্রীয় মর্যাদায় অবঃপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রায়তলা ঈদগা মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা হারুন রশিদের দাফনের আগে মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা যুবউন্নয়ন অফিসার মমিনুল হক, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুর রশিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা হারুন রশিদ (৭৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের অবঃপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই দিন দিবাগত রাত ৮টার দিকে কুমিল্লার সিএমএইচ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে স্ত্রী ২ পুত্র ও ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।।