ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসমাইল নয়ন ॥
Published : Tuesday, 23 February, 2021 at 8:32 PM
ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৩৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্রাহ্মণপাড়া ইউসিসিএ লিমিটেড এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ আব্দুস সামদ এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন। এসময় সভায়, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহেদুল আলম চৌধুরী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সাবেক সভাপতি মাসুদ আলী হায়দার, শাহীন খান মেম্বার, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, প্রচার সম্পাদক রোটা. কবির আহাম্মেদ ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলী হোসেন, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম আশ্রাফ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, ছাত্রলীগ নেতা আবু কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা বিভিন্ন সমিতির শ্রেষ্ঠ সভাপতিদের মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে।